ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ এর হত্যাকারী ও নির্দেশদাতার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা দিয়েছেন দেশটির শীর্ষনেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের প্রথম অগ্রাধিকার হবে ফাখরিজাদেহকে হত্যাকারী এবং যারা এই নির্দেশ দিয়েছিল তাদের চূড়ান্ত সাজার ব্যবস্থা করা । সেই সঙ্গে তিনি আরও বলেন, সঠিক সময়েই এই হত্যার প্রতিশোধ নেয়া হবে। এদিকে, ইরানের করোনা টাস্কফোর্সের এক বৈঠকে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এই হত্যাকাণ্ডের জন্য ইসলায়েলকেই দায়ী
করেছেন।ফাখরিজাদেহ এর মৃত্যু ইরানের পরমাণু কার্যক্রমকে থামানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি । তবে ইরানের এমন দাবির কথা অস্বীকার করেছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা বিশেষজ্ঞ এক বিবৃতিতে দাবি করেছেন, ফাখরিজাদেহ এর মৃত্যুর পেছনে কারা আছে এই বিষয়ে ইসরায়েলের কোন ধারণা নেই।