প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, জনগণের জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে পরিস্থিতির আরও অবনতি ঘটলে ফের বিধিনিষেধ দেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা দুটি কৌশলই অবলম্বন করবো। একটা হলো বিধিনিষেধ বা লকডাউন দেয়া। আরেকটি হচ্ছে ছেড়ে দেয়া। কিন্তু সবাইকে মাস্ক পরতে হবে।
এদিকে আজ বৃহস্পতিবার নতুন প্রজ্ঞাপনে ১৯ তারিখ থেকে পুরোদমে গণপরিবহন চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। শর্তসাপেক্ষে খুলে দেয়া হচ্ছে পর্যটন ও বিনোদন কেন্দ্র।
সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত বছর প্রথমবারের মতো বিধিনিষেধ আরোপ করে সরকার। এরপর আরও কয়েক দফায় তা আরোপ ও শিথিল করা হয়। গত ১ জুলাই থেকে চলাচলে আবারও বিধিনিষেধ শুরু হয়। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়।
Leave a Reply