বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকালে সিঙ্গার কারখানার ওই টিনশেড গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনের প্রায় পুরো গোডাউনটি পুরে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।
এ ঘটনায় ওই এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে সাভার পল্লী বিদ্যুৎ। কিভাবে আগুন লেগেছে বিষয়টি জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে এ ঘটনায় ঢাকা-আরিচা মহামসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে আটকা পড়েছে কয়েক হাজার যানবাহন।
Leave a Reply