যুক্তরাজ্যভিত্তি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘গাজার নেতৃত্বে থাকা হামাস এবার ‘অপ্রত্যাশিত মাত্রায় বিস্ফোরণ’ দেখেছে। ইসরায়েলিদের জন্য শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।’
এদিকে, মঙ্গলবার গাজা উপত্যকায় কেরেম শালোম সীমান্ত ফিলিস্তিনিদের জন্য ত্রাণের প্রবেশ আটকে দিয়েছে ইসরায়েল। খুলে দেয়ার পরে কেরেম শালোম সীমান্ত দিয়ে বেশকিছু ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে। এর কিচ্ছুক্ষণ পর ওই এলাকায় হামাসের মর্টার হামলার পর বন্ধ করে দেয়া হয় সীমান্ত।
গাজায় ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পেশ করেছে ফ্রান্স। এই ইস্যুতে ভোটাভুটির ডাকও দিয়েছে দেশটি। মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কার্যালয় থেকে একথা জানানো হয়েছে।
এদিকে, গাজায় ইসরায়েলি হামলায় ৫৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক গৃহহীন হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। প্রায় সাড়ে ৪শ ভবন সম্পূর্ণ ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনের জেরুসালেমে আল জাররাহ এলাকা দখলে নেওয়ার প্রচেষ্টা চালায়। এই উত্তেজনার মধ্যেই গত ৭ মে পবিত্র মাহে রমজানের শেষ জুমা অর্থাৎ জুমাতুল বিদা আদায় করতে বিপুল মুসল্লি আল-আকসা মসজিদে সমবেত হলে ইসরায়েলি বাহিনী তাদের ওপর চড়াও হয়। মসজিদে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এর দুদিন পর শবে কদরেও আল-আকাসা মসজিদে ইসরায়েলি বাহিনীর সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে গাজা সীমান্তে বিক্ষোভ শুরু হয়। পরে গত ১০ মে থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।
Leave a Reply