এ ছাড়া চিকিৎসক নেতা এ জেড এম জাহিদ হোসেন প্রায় সার্বক্ষণিকভাবে হাসপাতালে অবস্থান করছেন।
খালেদা জিয়ার বয়স ৭৬ বছর। তিনি একাধিক জটিল রোগে ভুগছেন। হাসপাতালে প্রায় প্রতিদিনই নতুন নতুন পরীক্ষা হচ্ছে। গতকাল দুপুরেও নিউক্লিয়ার মেডিসিন বিভাগে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। গত বুধবার বিকেলেও কিছু পরীক্ষা হয়েছে।
গত মাসের শেষ সপ্তাহে খালেদা জিয়ার অসুস্থতা নতুন করে আলোচনায় আসে। গত ২৫ অক্টোবর এ জেড এম জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেছিলেন, খালেদা জিয়ার শরীরে একটি ছোট আকারের লাম্প বা চাকা পাওয়া যাওয়ায় বায়োপসি করা হয়েছে।
এ ছাড়া খালেদা জিয়ার দীর্ঘস্থায়ী লিভারের সমস্যা আছে বলেও জানা গেছে।
চিকিৎসকদের সূত্র প্রথম আলোকে বলছে, খালেদা জিয়ার শরীরের একটি অস্ত্রোপচার হয়েছে। এ ছাড়া তাঁর ক্ষুদ্রান্তে রক্তক্ষরণের সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যার এখনো স্থায়ী সমাধান হয়নি।
এই দুটি বিষয়ে এভারকেয়ার হাসপাতালের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তার কাছ থেকে একই রকম বক্তব্য পাওয়া গেছে।
এই প্রতিবেদক গতকাল সকালে এভারকেয়ার হাসপাতালে গেলে কর্তৃপক্ষ খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হয়নি। জনসংযোগ বিভাগ থেকে বলা হয়, ‘রোগীর অনুমতি ছাড়া আমরা কোনো রোগী সম্পর্কে কোনো কথা বলি না, বলতে পারি না। আমাদের সেই অনুমতি নেই।’
অন্য একজন কর্মকর্তা বলেন, গত বৃহস্পতিবার বেলা তিনটায় হুইলচেয়ারে করে খালেদা জিয়াকে নিচতলায় নামানো হয়েছিল কিছু পরীক্ষা করানোর জন্য। তখন ওই কর্মকর্তা খালেদা জিয়াকে সালাম দিয়েছিলেন। খালেদা জিয়া মাথা নাড়িয়ে সালামের উত্তর দেন। হাসপাতালের আরেক কর্মকর্তা বলেন, পরিস্থিতি বেশি খারাপ না।
তবে ডা. এ জেড এম জাহিদ হোসেন গত রাতে প্রথম আলোকে বলেন, হঠাৎ করেই সমস্যা দেখা দিতে পারে। আজ ভালো তো কাল খারাপ। কোনো নিশ্চয়তা নেই। দেশের সেরা চিকিৎসকদের একত্র করা হয়েছে। তাঁরা সাধ্যমতো চেষ্টা করছেন। তাঁরাও বিশ্বের সেরা চিকিৎসা প্রতিষ্ঠানে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিকে খালেদা জিয়ার দল বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তাঁর অবস্থা সংকটাপন্ন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া জরুরি। এ জন্য সরকারের অনুমতি চেয়ে খালেদা জিয়ার পরিবার সরকারের কাছে একাধিকবার আবেদনও করেছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আইনগতভাবে এটা সম্ভব নয়।
খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে তাঁর সুস্থতার জন্য গতকাল দেশব্যাপী দোয়া কর্মসূচি পালন করা হয়েছে।
Leave a Reply