লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জানান, জেলখানা রোডের খোর্দ্দসাপটানা ওই খালে মাছ ধরতে যান এক ব্যক্তি। পরে একটি বস্তা দেখতে পেয়ে কাছে গেলে টাকা দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ পানি থেকে এক হাজার টাকা নোটের ৬৬টি বান্ডিল উদ্ধার করে। প্রতিটি বান্ডিলে একশোটি নোট ছিল। টাকাগুলোর পিছনে লেখা আছে সাথী সংঘ, লাকী কুপন, ভাগ্য পরিবর্তন। সবগুলোই জাল টাকার নোট। ’
স্থানীয় আব্দুস সালাম (৪০) জানান, আমি পানির নিচ থেকে সবগুলো টাকা তুলেছি। উদ্ধার হওয়া সবগুলো টাকা আমি হাত দিয়ে নেড়ে দেখেছি। সবগুলোই জাল টাকার নোট।
Leave a Reply