চট্টগ্রাম মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণার বিষয়টি অধ্যক্ষ সাহেনা আক্তার নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে একাডেমিক কমিটির জরুরি বৈঠক হয়। ওই বৈঠক থেকে কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও জানান, এই সংঘর্ষের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে কলেজ কর্তৃপক্ষ। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জানা গেছে, মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে শনিবার সকাল ৯টার দিকে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে মাহফুজুল হক, নাইমুল ইসলাম ও আকিব হোসেন নামের তিনজন আহত হন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘শুক্রবার রাতে মেডিক্যাল কলেজ হোস্টেলে দুই গ্রুপের কথা-কাটাকাটি হয়েছিল। এর জের ধরে সকালে ক্যাম্পাসে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছে। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply