রবিবার (১৮ জুলাই) সকাল ৮টায়, উপজেলার বলধিপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রংপুরগামী সেলফি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী জোয়ানা এন্টারপ্রাইজের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই সেলফি বাসের চালকসহ ৫ জন নিহত হন। পরে হাসপাতালে আরো একজন মারা যান। হত হন দুই বাসের অন্তত ৫০ যাত্রী।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
স্থানীয়রা জানান, দ্রুত গতি এবং ড্রাইভার ঘুমানোর কারণেই হয়তো দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে আহতদের সুচিকিৎসার পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Leave a Reply