টস জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার ওপেনিং জুটিতে আসে ৪৯ রান। ৩২ করে ফেরেন আভিস্কা। তবে, শুরুর ভালোটা ধরে রাখা যায় নি।
লংকান ব্যাটসম্যানদের বেশিরভাগই উইকেটে সেট হয়েও ইনিংস টানতে ব্যর্থ। নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ক্রুনাল পান্ডিয়া দাঁড়াতে দেননি তাদের। এরপর দীপক চাহার, হার্দিক পান্ডিয়ারা সেরেছেন বাকি কাজ। লাইনআপে বিশের ঘরের ইনিংস ভানুকা আর রাজাপাক্সে। ত্রিশের ঘরে আভিস্কার মতই আউট হয়েছেন আসালাঙ্কা আর শানাকা। শেষদিকে করুনারত্নের ৩৫ বলে ৪৩ এর ক্যামিওতে গতি পায় হোস্টদের ইনিংস। কোন ফিফটি না থাকলেও সবার ছোট খাট অবদানে ২৬২ এর পুজি পায় শ্রীলংকা।
ঐ রান হেসেখেলে ৭ উইকেট আর ৮০ বল বাকি থাকতেই টপকে যায় ভারত। ফিফটি করেন ইশান কিশান। ওয়ানডে ক্যারিয়ারে মুখোমুখি হওয়া প্রথম বলেই ছক্কা মারার পরের বলে চার মেরেছেন অভিষিক্ত এই তরুণ, ১৮তম ওভারে ফেরার আগে ৫৯ রান করেছেন ৪২ বলে। মাত্র ৩৩ বলেই ফিফটি করেছিলেন, ইনিংসে শেষ পর্যন্ত ৮টি চারের সঙ্গে মেরেছেন ২টি ছয়। শিখর ধাওয়ানের ৮৬ রানের অপরাজিত ইনিংসে তিনি মেরেছেন ৬টি চারের সঙ্গে একটি ছয়। আরেক অভিষিক্ত সূর্যকুমার যাদব শেষদিকে খেলেছেন ২০ বলে ৫ চারে ৩১ রানের ক্যামিও। এতেই ৭ উইকেটের বড় জয় পায় ভারত।
Leave a Reply