এদিকে আফগানিস্তানে তালেবানের সরকার গঠন প্রসঙ্গে প্রতিবেশী দেশ পাকিস্তান জানিয়েছে, এখনই তালেবানকে স্বীকৃতি দেবে না দেশটির সরকার।
মঙ্গলবার এক বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তালেবান সরকারকে স্বীকৃতির সিদ্ধান্ত নেয়ার আগে আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। মিত্র দেশগুলোর সাথে আলোচনা না করে এখনি তালেবানকে স্বীকৃতি দেয়া হবে না।
এদিকে আফগানিস্তানে এখনও কয়েক হাজার মার্কিন নাগরিক অবস্থান করছে। মঙ্গলবার এক হাজার একশ নাগরিক যুক্তরাষ্ট্রে ফিরেছেন। বাকিদেরও ফেরানোর প্রক্রিয়া চলছে।
Leave a Reply