যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভাভ্যাক্স ইনকরপোরেশন জানিয়েছে, তাদের উৎপাদিত টিকা করোনার ছড়িয়ে পড়া ধরনগুলোর থেকে ৯০ শতাংশের বেশি সুরক্ষা দিতে সক্ষম। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে পরিচালিত তৃতীয় দফার ট্রায়াল শেষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবীর ওপর করোনার টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে নোভাভ্যাক্স। এই ট্রায়ালের ফলাফলে ৯০ শতাংশের বেশি কার্যকারিতার প্রমাণ মিলেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র, ইউরোপসহ অন্যান্য জায়গায় টিকাটির জরুরি অনুমোদনের জন্য আবেদন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
নোভাভ্যাক্সের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান গ্রেগরি গ্লেন জানান, যখন তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়েছে, তখন যুক্তরাষ্ট্রজুড়ে করোনার যুক্তরাজ্য থেকে ছড়ানো ধরন বেশি শনাক্ত হচ্ছিল। ট্রায়ালে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে ছড়ানো করোনার ধরনের নমুনাও ছিল। এসব ধরনের বিরুদ্ধে কার্যকর লড়াই করতে সক্ষম নোভাভ্যাক্সের করোনার টিকা।
Leave a Reply