রপাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা নদী সাঙ্গু, মাতামুহুরী, বাঁকখালী ও পাহাড়ি ঝরনার সমাহার পার্বত্য জেলা বান্দরবানে। বর্ষা মৌসুমে বৃষ্টি আর মেঘের আনাগোনা সবুজ পাহাড়ের পথে পথে।
বিধিনিষেধ উঠে যাওয়ায় সবুজের সমারোহে, পাহাড়ে নিস্তব্ধতায়, প্রিয়জনদের নিয়ে একান্ত সান্নিধ্যে কয়েকটা দিন কাটাতে ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা।এরইমধ্যে নীলাচল, নীলগিরি, শৈলপ্রপাত, চিম্বুকসহ পাহাড়ে ছড়িয়ে ছিঁটিয়ে থাকা পর্যটনকেন্দ্রে আসছেন পর্যটকরা। প্রাকৃতিক সৌন্দর্য্য দেখতে এসে কেউ গাঁ ভাসাচ্ছেন ঝরনার শীতল জলে। কেউ কেউ ফ্রেমবন্দী করছেন প্রিয় মুহূর্তকে। তবে, অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি।
দীর্ঘদিন পর পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে দেখা দিয়েছে কর্মচাঞ্চল্য। হোটেল, মোটেল, রিসোর্টগুলোতে ৫০ শতাংশ কক্ষ খালি রাখাসহ পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।
করোনা মহামারিতে বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে এই খাতে পর্যটকের আগমনে তা কিছুটা পুষিয়ে উঠতে পারবে বলে আশা ব্যবসায়ীদের।
Leave a Reply