টস হেরে আগে প্রথমে ব্যাট করতে নেমে ২০০ রান করে ইংল্যান্ড। জবাবে ৯ উইকেটে ১৫৫ রানে থামে পাকিস্তানের ইনিংস। ব্যাট বলে দারুণ করায় ম্যাচ সেরার পুরস্কার নিজের করে নেন ইংল্যান্ডের মঈন আলী। বল হাতে ৩২ রানে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৬ বলে ৩৬ রান করেন মঈন আলী।
২০১ রানের বড় টার্গেটে খেলতে নেমে পাকিস্তানের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি কেউই। সর্বোচ্চ ৩৭ রান আসে ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে। ৩৬ রানে অপরাজিত থাকেন ব্যাটসম্যান শাদাব খান। অধিনায়ক বাবর আজম করতে পারেন ২২ রান। ফখর জামান দুই অঙ্কের রান ছোয়ার আগে বোল্ড হন মঈন আলীর বলে। মোহাম্মাদ হাফিজও মাত্র ১০ রান করে মঈন আলীর শিকার হয়ে ফিরে যান।
এর আগে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ইংল্যান্ডের হয়ে দারুণ ইনিংস খেলেন জস বাটলার। ৩৯ বলে তিনি করেন ৫৯ রান। তার ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কার মার। তবে জেসন রয় ও ডেভিড মালান ব্যর্থ হন। মিডল অর্ডারে লিভিংস্টোন করেন ২৩ বলে ৩৮ রান। ৮ বলে ১৪ রান করেন ক্রিস জর্ডান।
বল হাতে পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন মোহাম্মদ হাসনাইন। ইমাদ ওয়াসিম ও হ্যারিস রউফ দুটি, শাহিন শাহ ও শাদাব খান একটি করে উইকেট নেন। অন্যদিকে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার সাকিব মাহমুদ।
এর আগে, প্রথম টি ২০-তে পাকিস্তান জিতেছিল ৩১ রানে। আগামীকাল ম্যানচেস্টারে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-২০ অনুষ্ঠিত হবে।
Leave a Reply