আজ রবিবার (১লা আগস্ট) সকালে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীর চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রাজধানীমুখী মানুষের ভিড় বাড়তে থাকে।
যাত্রীদের অভিযোগ, ফেরিঘাট পর্যন্ত আসতে অতিরিক্ত ভাড়া গুণতে হয়েছে তাদের। বরাবরের মতো উপেক্ষিত রয়েছে স্বাস্থ্যবিধি। এদিকে ফেরির সংখ্যা বাড়ানোয় ভোগান্তি কমেছে দৌলতদিয়া ফেরিঘাটে। তবে বিপুল সংখ্যক ব্যক্তিগত গাড়ী ও পণ্যবাহী ট্রাক পারাপারের কারণে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পারাপারের অপেক্ষায় রয়েছে ২শতাধিক যানবাহন। মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে যাত্রীদের চাপ নেই। ফেরির পাশাপাশি লঞ্চ চলাচল শুরু হওয়ায় যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে না। ফেরিঘাটে এসে স্বাভাবিক ভাবে লঞ্চ, ফেরির মধ্যমে পদ্মা পার হতে পারছে। তবে শিমুলিয়া ঘাটে দুই শতাধিক ও বাংলাবাজার ঘাটে ৬ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে।
এদিকে রপ্তানীমুখী শিল্প কারখানা খুলে দিলেও যানবাহন চালু না থাকায় দিনব্যাপী নানা আলোচনা সমালোচনার পর শিল্প শ্রমিকদের কর্মস্থলে ফিরতে আজ রবিবার ১২টা পর্যন্ত গণপরিবহণ চলাচলের অনুমতি দেয় সরকার। শনিবার রাতে এক তথ্য বিবরণীতে জানানো হয়, রপ্তানিমুখী শিল্প শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার জন্য রবিবার বেলা ১২টা পর্যন্ত গণপরিবহণ চলবে।
এর আগে কঠোর বিধিনিষেধের মধ্যেই রপ্তানিমুখি শিল্পকারখানা খুলে দেয়ার ঘোষণায় শনিবার সকাল থেকে মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও নৌ পথে মানুষের ঢল নামে। গণপরিবহন বন্ধ থাকায় অযাত্রীবাহি পরিবহনে ভাড়া নৈরাজ্য, পরিবহন সংকট ও প্রাকৃতিক বৈরি পরিবেশের মধ্যে কারণে কর্মমুখী এসব মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এসময় বেশি দুর্ভোগে পড়েছেন নারী,শিশু ও বয়োবৃদ্ধরা।
Leave a Reply