1. admin@ukbanglanews.com : UK Bangla News : Tofazzal Farazi
  2. professionalseo36@gmail.com : Omar Faruque : Omar Faruque
  3. tuhinf24@gmail.com : Firoj Sabhe Tuhin : Firoj Sabhe Tuhin
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০১:২৯ পূর্বাহ্ন

পুড়ে ছারখার বঙ্গবাজার, আগুন নিভছেই না

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৪৪ বার

ভোর ৬টা থেকে আগুন জ্বলছে বঙ্গবাজারে। বেলা ১২টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রবল বাতাস ও পানি সংকটে বিঘ্নিত হচ্ছে আগুন নেভানোর কাজ। ছয় ঘণ্টায় পুড়ে ছাই হয়ে গেছে বঙ্গবাজারের বেশিরভাগ দোকান। যদিও ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিসের কাজে ধীরগতি এবং সঠিক সময়ে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পুড়ে গেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষুব্ধ ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান।

bongobazar-fire-10

আলামিন নামের একজন ব্যবসায়ী বাংলা ট্রিবিউনকে বলেন, চোখের সামনে দেখলাম, দেখছি এখনও, সব কিছুই পুড়ে যাচ্ছে। কিছুই করতে পারিনি। আর কিছু বলার নাই।

বঙ্গবাজারের আরেক ব্যবসায়ী মুজাহিদ প্রশ্ন রাখেন, তাহলে কি সব পুড়ে ছারখার হওয়ার আগে ফায়ার সার্ভিস আগুন নেভাতে পারবে না?

বঙ্গবাজার মার্কেট, ইসলামিয়া মার্কেট, বঙ্গ ১০ কোটি মার্কেট, আদর্শ মার্কেট- এই চারটি মার্কেট এক জায়গায় হওয়ায় মূলত সবগুলোকেই লোকজন বঙ্গবাজার মার্কেট হিসেবে ডেকে থাকেন। এই চারটি মার্কেটে প্রায় তিন হাজার দোকান রয়েছে। এছাড়া রাস্তার উল্টো পাশে এনেক্সকো ও বঙ্গো হোমিও মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

337900172_1453758345383101_3096771651445049393_n

বেলা ১১টার দিকে দেখা যায়, ধোঁয়ার মধ্যেই ঝুঁকি নিয়ে বঙ্গ মার্কেটে দোকানগুলোতে ঢুকছেন কর্মচারীরা। মালামাল বের করে আনছেন তারা। অনেকে মালামাল এনে রাস্তায় রাখছেন।

আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবির সদস্যরা। এছাড়া ট্রাফিক ম্যানেজমেন্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করছে পুলিশ এবং র‌্যাব সদস্য।

338766243_135791672789636_2841848237776839834_n

উৎসুক জনতা ঠেকাতে ও নিরাপত্তা বজায় রাখতে বঙ্গবাজার ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া মনজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, বঙ্গবাজারে আগুনের ঘটনায় উৎসুক জনতা যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে পুলিশ সদস্যরা কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরেও পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকবে পুলিশ সদস্যরা।

339500161_612649447018558_1268955695199904484_n

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় র‌্যাবের ঢাকার চারটি ব্যাটালিয়ন এবং নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন আইশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক রাখতে কাজ করছে। র‌্যাবের আইন ও গনমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে র‌্যাবের ঢাকার সব ব্যাটালিয়ন ও নারায়ণগঞ্জ থেকে ১৮টি টহল দল ও সাদা পোশাকে ছয়টি দল ঘটনাস্থলে কাজ করছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 UK বাংলা News
Design & Developed By SSD Networks Limited
error: Content is protected !!