সমীকরণে তৃতীয়বারের মতো ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে সেমিতে খেলতে নেমেছে ইংল্যান্ড। ইংলিশদের ফাইনালে উঠার অভিজ্ঞতা থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টিকিট কখনো হাতে নিতে পারেনি নিউজিল্যান্ড। তাই প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে উঠতে মরিয়া নিউজিল্যান্ড।
পরিসংখ্যান মতে, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে লড়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এবার ইংলিশ ও কিউইদের আবারও দেখা হচ্ছে মেগা টুর্নামেন্টের সেমিফাইনালেই। নকআউট পর্বে এই লড়াইয়ের মাধ্যমে পুরোনো ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ পাচ্ছে নিউজিল্যান্ড। ওয়ানডে বিশ্বকাপে রোমাঞ্চকর ফাইনালে হেরে যাওয়ার প্রতিশোধ নেওয়ার বড় সুযোগ ব্ল্যাক ক্যাপসদের। তা ছাড়া চলতি বিশ্বকাপে বোলিং আর চোখ ধাঁধানো ফিল্ডিংয়ে সবাইকে চমকে দিচ্ছে কিউইরা। সবমিলে মর্গ্যান বাহিনীর বিপক্ষে জয় নিয়েই ফাইনালে যেতে মুখিয়ে উইলয়ামসন বাহিনী।
অপরদিকে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির শুরু থেকে দাপট দেখিয়েই চলেছে ইংল্যান্ড। প্রতিপক্ষ হিসেবেও খুব কঠিন ইংলিশরা। টুর্নামেন্টে বোলিং,ব্যাটিং, ফিল্ডিং তিন বিভাগেই দারুণ খেলছে মর্গ্যান বাহিনী। তাই নিউজিল্যান্ডকে থামিয়ে ফাইনালের পথে এগিয়ে যেতে চায় ইংলিশরাও।
এদিকে, প্রথম সেমিফাইনালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ পরিচালনায় আছেন ২০১৯ বিশ্বকাপ ফাইনালেরই দুজন আম্পায়ার দক্ষিণ আফ্রিকার মারাই এরাসমাস ও শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। টেলিভিশন আম্পায়ার হিসেবে থাকবেন ভারতের নিতিন মেনন। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার পল রাইফেল, ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার ডেভিড বুন।
Leave a Reply