বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ১৫জন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
এলাকাবাসী জানায়, উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে ধূলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালাম বেপারী ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জামাল রাঢ়ীর বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সকালে একটি বিয়ের অনুষ্ঠানে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে মারা যান দুই জন। আহত হন কমপক্ষে ১৫ জন।
ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ।
Leave a Reply