বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিযোগযোগ ইউনিয়নের (আইটিইউ) সাইবার নিরাপত্তা সূচক–২০২০–এ বাংলাদেশের অবস্থান ৫৩তম। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ৭৮তম।
সম্প্রতি গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স–২০২০ সূচক প্রকাশ করেছে আইটিইউ। গত বছরের তথ্যের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে। সূচকে ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের অর্জন ৮১ দশমিক ২৭। সূচকের তালিকায় স্থান পাওয়া দেশগুলোর মৌলিক সাইবার হামলা প্রতিরোধে প্রস্তুতি এবং সাইবার হামলার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সংকট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে সূচকটি তৈরি করেছে আইটিইউ। মোট পাঁচটি বিষয়কে ভিত্তি ধরে এই সূচক তৈরি করা হয়েছে। সেগুলো হলো, আইনগত পদক্ষেপ, কারিগরি পদক্ষেপ, প্রাতিষ্ঠানিক পদক্ষেপ, সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ ও সহযোগিতার পদক্ষেপ।
Leave a Reply