মঙ্গলবার (১১ মে) বিকালে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ইউছুপ গাজী চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকার লুৎফর রহমান গাজীর ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. আজিম উদ্দীন জানান, তিনি ভারতে চিকিৎসার জন্য গিয়ে সেখানে করোনা আক্রান্ত হন। পরে অবস্থার অবনতি হলে গত ২ মে ভারতের রাজস্থানের জয়পুর মনিপাল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মে তিনি মারা যান। তার মরদেহ বিশেষ ব্যবস্থায় বাংলাদেশে পাঠানো হয়।
ইমিগ্রেশনে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ইউছুপ গাজীর মরদেহ সতর্তকার সাথে নিয়ম মেনে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply