বাঘ সংরক্ষণসংক্রান্ত যাবতীয় ব্যবস্থাপনার সর্বোত্তম মান নির্ধারণ করে সিএটিএস। সংরক্ষিত বনাঞ্চলগুলো হলো আসামের মানস টাইগার রিজার্ভ, কাজিরাঙ্গা টাইগার রিজার্ভ এবং ওরাং টাইগার রিজার্ভ। এ ছাড়া মধ্যপ্রদেশের শতপুরা টাইগার রিজার্ভ, কানহা টাইগার রিজার্ভ এবং পান্না টাইগার রিজার্ভ; মহারাষ্ট্রের পেনচ টাইগার রিজার্ভ, বিহারের বাল্মিকী টাইগার রিজার্ভ, উত্তর প্রদেশের দুধওয়া টাইগার রিজার্ভ, কেরালার পরমবিকুলাম টাইগার রিজার্ভ, তামিলনাড়ুর মুধুমালাই এবং আনামালাই টাইগার রিজার্ভ, কর্ণাটকের বন্দিপুর টাইগার রিজার্ভ এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন টাইগার রিজার্ভ এই স্বীকৃতি পেয়েছে।
ভারতে রয়েছে ৫১টি টাইগার রিজার্ভ। ভারতের কেন্দ্রীয় সরকারের হিসাবে বলা হয়েছে, দেশে এখন বাঘের সংখ্যা ২ হাজার ৯৬৭। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৮৮টি বাঘ। পৃথিবীর মোট বাঘের দুই-তৃতীয়াংশের বাস ভারতে। এ ছাড়া বাঘের বসবাসস্থল হলো বাংলাদেশ, মালয়েশিয়া, ভুটান, কম্বোডিয়া, চীন, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, নেপাল, রাশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
এদিকে সিএটিএসের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার পর ভারতের কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে ভারতে বাঘ সংরক্ষণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। বাঘ সংরক্ষণকাজ বিজ্ঞানসম্মত পথে চলছে। তিনি বলেন, ‘বাঘের সংখ্যা একটি ভারসাম্যযুক্ত বাস্তুতন্ত্রের পরিচয় দেয়। আমরা আমাদের বাস্তুতন্ত্র ও জঙ্গলও রক্ষা করছি।’
Leave a Reply