আজ বুধবার সকালে তাদেরকে সাতক্ষীরা মেডিকেলের আলাদা ইউনিটে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তবে তাদের শরীরে করোনার ধরণ ভারতীয় ভ্যারিয়েন্ট কি না সে বিষয়ে নিশ্চিত হতে এই ১১ জনের আলাদা স্যাম্পল আগামী ৫দিনের মধ্যে আইইডিসিআরএ পাঠানো হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ হুসাইন সাফায়েত। এছাড়া করোনা নেগেটিভ ফলাফল আসায় বাকিদের বুধবার নিজ বাড়িতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ১২ হাজার ২১১ জনের প্রাণহানি হলো। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭২ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৮২ হাজার ১২৯ জন।
এর আগে, সোমবার (১৭ মে) একদিনে করোনা আক্রান্ত হয়ে দেশে ৩২ জনের মৃত্যু ও ৬৯৮ জনের শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
Leave a Reply