ইসরাইল ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি সুনিশ্চিত করতে, তিনি ইসরাইল, প্যালেস্টাইন, মিশর ও জর্ডনের নেতাদের সঙ্গে বৈঠক করেনI যুদ্ধবিরতি অর্জনে জর্ডনের বাদশাহ আব্দাল্লাহ’র’ কার্যকরী ভূমিকার জন্য তিনি তার প্রশংসা করেনI
আম্মানে বাদশাহ আব্দুল্লাহ’র সঙ্গে বৈঠক শেষে, পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, এই রক্তাক্ত সংঘাতের অবসানে, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় এক শক্তি হিসাবে জর্ডনের ভূমিকা প্রদর্শিত হয়েছে এবং সে কারণেই আমাদের সম্পর্ক এতোটা মজবুত ও প্রাণবন্তI
পুনর্বাসন উদ্যোগ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী, ব্লিঙ্কেন বলেন, সবচাইতে জরুরি করণীয় কাজ এখন, গাজা’র জনগণের মানবিক সহায়তায় এগিয়ে আসা, বিশেষতঃ পানি সরবরাহ ও বিদ্যুৎ ও পয়ঃনিস্কাশন নিশ্চিত করাI এসব সমস্যার সমাধান দিতে আমরা সবাই এখন, প্রতিশ্রুতিবদ্ধI
Leave a Reply