ভারী বৃষ্টি–ভূমিধসে মহারাষ্ট্রের রায়গড়, রত্নগিরি, পালঘর, থানে, কোলাহপুর, সাংলি, সাতারাসহ কয়েকটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে অনেক জায়গায় উদ্ধারকাজ শুরু করা যায়নি। উদ্ধারকর্মীদের পৌঁছাতে সমস্যা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের পশ্চিমাঞ্চলের উপকূলে গত ২৪ ঘণ্টায় ৫৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে জলোচ্ছ্বাসের আতঙ্কে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এখন পর্যন্ত ৮৯ হাজার ৩৩৩ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কোলহাপুরের ৪০ হাজার ৮৮২ জন ও সাংলির ৪২ হাজার ৫৭৩ জন রয়েছেন। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের ১১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এলাকা তালিয়েতে ভূমিধসে অন্তত ৪৭ জন মারা গেছেন বলে রাজ্য সরকার জানিয়েছে।
Leave a Reply