একই সময়ে দেশে আক্রান্ত হিসেবে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩২১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ১৭ হাজার ৩১০ জনে।
এর আগে রোববার (১১ জুলাই) ২৩০ জনের মৃত্যু হয়েছিল।
এতে আরও বলা হয়, এদিন দেশের বিভিন্ন হাসপাতাল ও বাসা-বাড়িতে থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৩৫ জন। এ নিয়ে দেশে এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন।
উল্লেখ্য, গত ২০১৯ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Leave a Reply