আজ সোমবার (২৩ আগস্ট) সকাল ১০টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্যগ্রহণ চলবে ২৫শে আগস্ট পর্যন্ত।
এখন সাক্ষ্য দিচ্ছেন মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস এবং ঘটনাস্থলে সিনহার সঙ্গে থাকা সঙ্গী সহিদুল ইসলাম সিফাত।
এর আগে, সকাল পৌনে ১০টায় ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়। এর আগে মামলায় সাক্ষ্য দেয়ার জন্য ৮৩ জনের মধ্যে প্রথম দফায় ১৫ জনকে উপস্থিত থাকতে সমন জারি করা হয়। এর আগে ২৬, ২৭ ও ২৮শে জুলাই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হলেও, করোনার কারণে তা পিছিয়ে যায়। ১৬ই আগস্ট আদালত স্বপ্রণোদিত হয়ে ২৩, ২৪ ও ২৫শে আগস্ট দিন ধার্য করে।
আদালতে দেওয়া চার্জশিট সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। হত্যাকাণ্ডের পাঁচ দিনের মাথায় ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে পুলিশ পরিদর্শক লিয়াকত ও টেকনাফ থানার ওসি প্রদীপসহ নয় জনকে আসামি করে হত্যা মামলা করেন।
Leave a Reply