বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার মধ্যেই ৬০টি ওয়ার্ড থেকে শতভাগ অপসারণ করা হয় বলে জানানো হয়েছে।
গতরাতে দক্ষিণ সিটির ৩, ৫, ৭, ৯, ১৩-৪৪, ৪৬-৬১, ৬৬-৭৫ ও ৪৫ নম্বর ওয়ার্ড থেকে ৯৫ ভাগ বর্জ্য অপসারণ করা হয়। এছাড়াও ১, ৪, ৬, ৮ ও ১৪ নম্বর ওয়ার্ড থেকে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। বাকিগুলোর কাজ শেষ হয় রাতের রমধ্যেই। এর আগে, মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছিলেন, ২৪ ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে।
এদিকে, নির্ধারিত স্থানে কোরবানি দিলে বর্জ্য অপসারণ সহজ হতো বলে জানিয়েছেন, উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমি নগরবাসীকে অনুরোধ করবো, ময়লা কিছু জায়গায় থাকতে পারে, তবে না থাকার সম্ভাবনা বেশি। যে যেখানেই ময়লা দেখবেন সাথে সাথেই আমাদের হটলাইনে ফোন করে জানিয়ে দিন।
উল্লেখ্য, বুধবার সারা দেশে পালিত হয় পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব এই পবিত্র ঈদুল আজহা। করোনাভাইরাস ঝুঁকির মধ্যে দেশজুড়ে উদযাপন করা হয় মুসলিম উম্মাহর বৃহৎ এ ধর্মীয় উৎসব।
Leave a Reply