যে সকল ড্রাইভার সোমবার(২৫ অক্টোবর) থেকে পরিবেশবান্ধব ছাড়া গাড়ি (কার,মোটরসাইকেল ও ভ্যান) নিয়ে সম্প্রসারিত এলাকায় প্রবেশ করবেন তাদেরকে দৈনিক সাড়ে ১২ পাউন্ড পরিশোধ করতে হবে। এছাড়া লরি, বাসের জন্য একশত পাউন্ড চার্জ নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ পুরাতন গাড়ি প্রবেশ মনিটরিং করতে বর্ধিত এলাকার জন্য ৭০০ নতুন ক্যামেরা বসিয়েছে। এই সব ক্যামেরার সিসিটিভি ফুটেজ দেখেই তাদের গাড়ির মালিককে জরিমানা করা হবে এবং এই জরিমানা দুই সপ্তাহের মধ্যে না দিলে জরিমানার টাকা বাড়তেই থাকবে। ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী- লন্ডন শহরে ১ লক্ষ ৩৮ হাজার গাড়ি বর্তমান নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে ব্যর্থ হবে। এর মধ্যে ১৫ বছরের পুরনো পেট্রোল ও ছয় বছরের পুরনো ডিজেলচালিত গাড়ি রয়েছে। তবে, বিষয়টি নিয়ে অনেকের মাঝে ক্ষোভ থাকলেও সম্প্রসারিত আলট্রা লো-এমিশন জোন সমর্থন করেছেন দেশটির পরিবেশবাদীরা৷
Leave a Reply