টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ১৭১ রান করে। মুশফিকুর রহিম অপরাজিত ৫৭ রান করেন। টুর্নামেন্টে বাংলাদেশ ওপেনার নাইম শেখ ৪৪ বলে হাফ সেঞ্চরি করেন। স্কয়ার লেগ দিয়ে নাঈম মেরেছেন আরেকটি চার।
শুরুটা ইতিবাচক করেছিলেন লিটন দাস ও মোহাম্মদ নাঈম। সর্বশেষ ৭ ইনিংসে ওপেনিংয়ে বাংলাদেশ পেয়েছে সর্বোচ্চ ৪০ রানের জুটি। লিটন অবশ্য ইনিংস বড় করতে পারেননি। ছন্দে থাকা সাকিবের শুরুটা দারুন হলেও আজ ফিরেছেন ২ চারে ১০ রান করার পরই।
তবে বাংলাদেশকে ভালো সংগ্রহের ভিত এনে দিয়েছে নাঈম-মুশফিকের জুটি। ধুঁকতে থাকা মুশফিক আজ শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসরে খেলতে এসে প্রথম ফিফটির দেখা পেয়েছেন তিনি।
দারুণ সব শটের পসরা সাজিয়ে ফিফটি স্পর্শ করেন ৩২ বলে। ইনিংসে চার ৪টি, ছক্কা ২টি।
১১ ইনিংসের খরার পর এলো তার এই ফিফটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪ ইনিংস খেলে তার প্রথম ফিফটি এটি।
অল্প সময়ের মধ্যে লিটন ও সাকিবের বিদায়ের পর যেমন দরকার ছিল, তেমনই একটি জুটি গড়লেন নাঈম ও মুশফিক। চতুর্থ উইকেটে দুজনের জুটি পঞ্চাশ ছুঁয়ে ফেলল ৩৮ বলে।
৫১ রানের জুটিতে মুশফিকের রান ১৭ বলে ২৪, নাঈমের ২১ বলে ২৭।
শেষদিকে আফিফ হোসেন ৬ বলে ৭ রান করে ফেরার পর মাহমুদউল্লাহ করেছেন ৫ বলে ১০ রান।
সিঙ্গেল চুরি করতে গিয়ে দৌড় শুরু করেও ক্রিজে ফিরতে চেয়েছিলেন আফিফ, তবে বোলার কুমারার সরাসরি থ্রো স্টাম্পে আঘাত করেছে এর আগেই। ৬ বলে ৭ রান করে রান-আউট হয়েছেন আফিফ।
ফ্রি-হিটটা অবশ্য বেশ ভালো ইয়র্কার করেছিলেন, মাহমুদউল্লাহ লেগ-বাই নিতে পেরেছেন ২ রান। একটা নো-বল করার পরও প্রথম ৫ বলে উঠেছিল ৬ রান, তবে শেষ বলে স্ট্রেইট ড্রাইভে চার মেরেছেন মাহমুদউল্লাহ।
২০ তম ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৭১ রান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, চরিত আসালাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপক্ষে, দাশুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্ডো।
এর আগে, স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয় বাংলাদেশের। এরপর, ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করে বাংলাদেশ।
Leave a Reply