গ্রুপ ওয়ানের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের খেলা ১০ই নভেম্বর। তারা মুখোমুখি হবে গ্রুপ টু থেকে রানার্স আপ হওয়া দল নিউজিল্যান্ডের। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ১১ই নভেম্বর। এদিন মাঠে নামবে বিশ্বকাপে সবার আগে সেমির টিকিট পাওয়া পাকিস্তান। তাদের প্রতিপক্ষ গ্রুপ ওয়ান থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে খেলা অস্ট্রেলিয়া।
সুপার টুয়েলভের সবগুলো ম্যাচ জিতে একমাত্র দল হিসেবে পূর্ণ ১০ পয়েন্ট পেয়েছে পাকিস্তান। আর গ্রুপ ওয়ানের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পয়েন্ট ৮।
সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়ে সবগুলো ম্যাচে জয় লাভ করার কীর্তি গড়ে পাকিস্তান। এদিকে, সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। কিউইদের জয়ের ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ফেবারিট তকমা নিয়ে বৈশ্বিক আসরে যোগ দেয়া ভারত।
সেমিফাইনালের সূচি
প্রথম সেমিফাইনাল
১০ নভেম্বর: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (রাত ৮টা)।
দ্বিতীয় সেমিফাইনাল
১১ নভেম্বর: পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (রাত ৮টা)।
Leave a Reply