অলিম্পিক চলাকালে এ রকম অস্ত্রবিরতি প্রাচীন গ্রিসে মেনে চলা হতো। ১৯৯৩ সালে সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবের মধ্য দিয়ে জাতিসংঘ ব্যতিক্রমী ঐতিহ্যকে আধুনিক অলিম্পিক আন্দোলনে ফিরিয়ে এনেছে। জাতিসংঘের প্রস্তাবে, অলিম্পিক শুরুর এক সপ্তাহ আগে থেকে অলিম্পিক শেষ হওয়ার পরের এক সপ্তাহ পর্যন্ত অস্ত্রবিরতি মেনে চলতে সংঘাতপূর্ণ অঞ্চলের নেতাদের প্রতি আহ্বান জানানোর কথা বলা হয়।
জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিয়মিতভাবে অলিম্পিক শুরু হওয়ার এক সপ্তাহ আগে বিশ্বজুড়ে চলা সংঘাত সাময়িকভাবে বন্ধ রাখতে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়। জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহর থেকে এবার অলিম্পিকের আগে সেই আহ্বান জানাতে যাচ্ছেন অলিম্পিক কমিটির এই শীর্ষ দুই নেতা
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় টমাস বাখের হিরোশিমা সফরের বিরোধিতা করছে একটি গ্রুপ। প্রায় ৭০ হাজার শহরবাসীর স্বাক্ষরযুক্ত একটি স্মারকলিপি জাপান সরকার, জাপানের অলিম্পিক কমিটি এবং হিরোশিমার মেয়রের কাছে পাঠিয়েছে তারা।
Leave a Reply