আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বরিশালের মেয়র সাদিক আবদুল্লাহর বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। এর কিছুক্ষণ পর বাস, লঞ্চ চলাচল শুরু হয়। পরে মেয়রের বাসার সামনে থেকে সরে যায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
এর আগে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে আকস্মিকভাবে বন্ধ করে দেয়া হয় লঞ্চ এবং বাস ও ট্রাক চলাচল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এবিষয়ে লঞ্চ শ্রমিকরা জানিয়েছিলেন, স্থানীয়ভাবে লঞ্চ যাতায়াত না করানোর জন্য তাদেরকে নিষেধ করা হয়েছে। তবে কে বা কারা লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোন কথা জানাতে রাজি হয়নি তারা।
এদিকে বিআইডব্লিউটিএ জানায়, হামলার ঘটনার জেরে লঞ্চ মালিকরা সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রেখেছিল।
Leave a Reply