স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ১ কোটি ৯ হাজার ৯৫৩ জন করোনার ১ম ডোজ এবং ৪৪ লাখ ১৬ হাজার ১৩১ জন দ্বিতীয় ডোজ করোনার টিকা নিয়েছেন।
টিকা কার্যক্রমকে গতিশীল করতে ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ভ্যাকসিনেশন ক্যাম্পেইন করছে স্বাস্থ্য বিভাগ। এই সময় ২৫ ঊর্ধ্ব ব্যক্তি, পঞ্চাশোর্ধ্ব বয়স্ক, নারী, প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত এলাকার ৩২ লাখ মানুষকে টিকা দেয়া হবে।
শুক্রবার (৬ আগস্ট) সকালে, এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, আঠারো বছরের বেশি অনেকের এনআইডি না থাকার বিশৃঙ্খলা এড়াতে আপাতত ২৫ ঊর্ধ্বদের টিকা দেয়া হচ্ছে।
৭ আগস্ট দেশের সব ইউনিয়ন, পৌরসভা, সিটি করপোরেশন এলাকায় টিকা দেয়া হবে। ৮ ও ৯ আগষ্ট বাদ পড়া পৌরসভা ও ইউনিয়নে ভ্যাকসিনেশন কার্যক্রম চলবে। ৭ থেকে ৯ আগস্ট সিটি করপোরেশন এলাকা, ৮ থেকে ৯ আগস্ট দুর্গম ও প্রত্যন্ত এলাকা এবং ১০ থেকে ১২ আগস্ট বাস্তুচ্যুত মিয়ানমারের জনগোষ্ঠীর ৫৫ বছর বয়সীদের টিকা দেয়া হবে।
Leave a Reply