করোনায় এক লাখ মানুষের মৃত্যুতে তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র।

করোনায় মৃত্যুতে লাখের ঘর ছুঁয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। ইউরোপে করোনার প্রাদুর্ভাব আগে শুরু হলেও, খুব কম সময়ের মধ্যেই এতো মৃত্যু হয়েছে দেশটিতে। মার্চে যুক্তরাষ্ট্রে প্রথম করোনায় মৃত্যু শুরু হয়। এরপর আর থেমে নেই মৃত্যুর মিছিল। সবদেশকে ছাপিয়ে এখন শীর্ষে যুক্তরাষ্ট্র।

এরপর সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩৭ হাজার ৪৮ জন। আক্রান্ত শীর্ষ পাঁচ দেশের তালিকাতেও জায়গা করে নিয়েছে দেশটি। মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছেন ইউরোপের আরেক দেশ ইতালি, সেখানে এখন পর্যন্ত মারা গেছে ৩২ হাজার ৯৫৫। আক্রান্তের সংখ্যায় দেশটি রয়েছে ছয় নম্বরে।

২৮ হাজার ৫৩০ জনের মৃত্যুর ফ্রান্স রয়েছে মৃত্যুর তালিকার চতুর্থ শীর্ষ দেশ। এরপরেই মৃত্যুতে পঞ্চম দেশ ফ্রান্সের প্রতিবেশি দেশ স্পেন। সেখানে প্রাণহানি হয়েছে ২৭ হাজার ১১৭ জনের।

এরপরেই আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। ইউরোপের দেশগুলোর চেয়েও পরে সংক্রমণ শুরু হলেও হুঁ হুঁ করে মৃতের সংখ্যা বাড়ছে দেশটিতে। মার্চ থেকে শুরু করে ব্রাজিলে এখন পর্যন্ত ২৪ হাজার ৫৯৩ মানুষ প্রাণ হারিয়েছেন করোনায়।