যুক্তরাজ্যে সীমিত আকারে খুলে দেয়া হয়েছে স্কুল। সোমবার (১লা জুন) থেকে কিছু স্কুল খুলে দেয়া হলেও, চালু হচ্ছে না সব শ্রেণীর ক্লাস।
যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশংকা প্রকাশ করেছেন, স্কুল খুলে দেয়ায় স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তারা আরও বলছেন, লকডাউন শিথিলের মত পরিস্থিতি এখনো তৈরি হয়নি ব্রিটেনে।
সোমবার খুলেছে প্রাইমারি স্কুলের রিসেপশান, প্রথম এবং ষষ্ঠ শ্রেণীর তিনটি ক্লাস। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চালু থাকবে এসব ক্লাস। মূলত সামাজিক দুরত্ব বজায় রাখার পরিকল্পনা বাস্তবায়ন এবং স্কুল চালু হলে পরিস্থিতি পর্যবেক্ষণেই প্রশাসনের এই সিদ্ধান্ত।
তবে, অনেক অভিভাবকই তাদের ছেলেমেয়েদের স্কুল পাঠাতে অনিচ্ছা প্রকাশ করেছেন। হাইস্কুল খুলে দেয়া হবে ১৫ই জুন। প্রায় আড়াই মাস আগে করোনা মহামারি শুরু হলে, বন্ধ করে দেয়া হয় দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান।