ভোলা ও চাঁদপুরে লঞ্চ চলাচলের পঞ্চম দিনেও মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।
ভোলার ইলিশাঘাট থেকে সকালে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ২০০ যাত্রী ধারণক্ষমতার সি-ট্রাকে ৭০০ থেকে ৮০০ যাত্রী পরিবহণ করা হয়। যাত্রীরা জানান, কর্মস্থলে যাওয়া জরুরি বলেই বাধ্য হয়ে তারা এমন ঝুঁকি নিচ্ছেন।
তবে টার্মিনালগুলোতে স্বাস্থ্যবিধি মানার মত পরিস্থিতি না থাকায় আতঙ্কে আছেন সচেতন যাত্রীরা।
এদিকে, চাঁদপুরে লঞ্চঘাটে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব না মেনেই যাত্রী পরিবহণ করছে লঞ্চগুলো।