করোনা আক্রান্ত সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে আনা হচ্ছে।
করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে আনা হচ্ছে।
আজ রবিবার (৭ জুন) কামরানের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। এরপর থেকেই তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।
সিলেটের সাবেক এ মেয়রের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে।
গেল শুক্রবার (৫ই জুন) সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় বদর উদ্দিন আহমদ কামরানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর পরদিন শনিবার (৬ই জুন) শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। করোনা ছাড়াও বদর উদ্দিন আহমদ কামরানের ডায়াবেটিসে আক্রান্ত।