দুই কোটি টাকায় বিদায়ী সিরিজ আয়োজনের পরিবর্তে সেই অর্থ প্রথম শ্রেণির ক্রিকেটে খরচের পরামর্শ মাশরাফীর।

প্রথম শ্রেণির ক্রিকেটাররা ভালো পারিশ্রমিক পাচ্ছে না। উন্নতি হচ্ছে না টেস্ট ক্রিকেটও। এমন পরিস্থিতিতে ২ কোটি টাকা খরচে নিজের বিদায়ী ম্যাচ খেলতে রাজি হননি মাশরাফী বিন মোর্ত্তজা। ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন টাইগারদের সাবেক ক্যাপ্টেন।

সাক্ষাৎকারে ম্যাশ জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে ২০১৯ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলেই ক্রিকেটকে বিদায় জানাতে প্রস্তুত ছিলেন তিনি। কিন্তু, সেজন্য জিম্বাবুয়ের বিপক্ষে বিশেষ ওয়ানডে সিরিজ আয়োজনের পক্ষে ছিলেন না। বিসিবি সভাপতির সাথে আলোচনা করে বিপিএল খেলেন।

ক্যাপ্টেন্সির দায়িত্ব ছেড়ে দেন জিম্বাবুয়ে সিরিজের পর। তার জন্য দুই কোটি টাকায় বিদায়ী সিরিজ আয়োজনের পরিবর্তে সেই অর্থ প্রথম শ্রেণির ক্রিকেটে খরচের পরামর্শ মাশরাফীর। সেই সাথে ২০২৩ বিশ্বকাপের আগে নতুন ক্যাপ্টেন তৈরি করা সম্ভব বলে মনে করেন ম্যাশ।

ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে টাইগারদের নতুন ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবালকে শুভকামনা মাশারাফী।