লঞ্চডুবি পরিকল্পিত হত্যাকাণ্ড; তদন্ত শেষে দায়ীদের উপযুক্ত শাস্তির অঙ্গীকার নৌ প্রতিমন্ত্রীর।

সিসিটিভি ফুটেজ দেখে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, লঞ্চডুবির ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত শেষে দায়ীদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।

সদরঘাট টার্মিনাল থেকে মাত্র দুশ হাতের মত দূরে মর্নিং বার্ড লঞ্চটি। নামার প্রস্তুতি নিচ্ছিলেন যাত্রীরা। তখনই ব্যাক গিয়ারে ঘোরার সময় মর্নিং বার্ডকে সজোরে ধাক্কা দেয় ময়ূর-২ লঞ্চটি। ডুবে যাওয়া লঞ্চটি ভেঙে প্রায় দুই ভাগ হয়ে নদীর তলদেশে উপুড় হয়ে আছে।

সিসিক্যামেরার ফুটেজ দেখে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মনে করছেন, এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।

লঞ্চডুবিতে প্রত্যেক মৃতের পরিবারকে দেড় লাখ টাকা ক্ষতিপূরণ এবং মরদেহ দাফন করতে নগদ দশ হাজার টাকা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন নৌমন্ত্রী।

বরাবরের মতোই এবারও লঞ্চডুবির প্রকৃত কারণ খুঁজতে নৌপরিবহণ মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিস আলাদা আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।