ইংলিশ প্রিমিয়ার লিগে ট্র্যাকে ফিরলো চ্যাম্পিয়ন লিভাপরপুল। ম্যানসিটির কাছে হারের পরের ম্যাচেই অ্যাস্টন ভিলাকে ২ গোলে হারিয়েছে অল-রেডস।

৩০ বছর পর ইপিএল টাইটেল জিতেছে লিভারপুল। গার্ড অফ অনার দিলেও শেষ খেলায় ওদের ৪ গোল দিয়েছিলো ম্যানসিটি। সেই জ্বালা জুড়াতেই শুরু থেকে অ্যাস্টন ভিলাকে চেপে ধরে অল-রেডস। গোল পেতে সময় লাগে বেশ।

৭০ মিনিটে নাবি কেইতার সাজানো বলে নিশানা খুজে নেন সাদিও মানে। পরে সালাহর সেটআপে কফিনে শেষ পেরেক ঠোকেন বদলি নামা কুর্তিস জোনস ভিলা। ঘরের মাঠ অ্যানফিল্ডে এটি অল-রেডদের টানা ২৪ নম্বর জয়।