জো বাইডেন, যিনি অক্টোবরে জর্জিয়ায় প্রচারণায় গিয়েছিলেন, তিনি ১৯৯২ সালের পর এই রাজ্যটিতে প্রথম জয়ী ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী।

যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন জর্জিয়া অঙ্গরাজ্যেও বিজয়ী হয়েছেন বলে পূর্বাভাস দিচ্ছে বিবিসি। ১৯৯২ সালের পর রাজ্যটিতে এই প্রথম কোন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জয় পেলো।

এই বিজয় মি. বাইডেনের অবস্থানকে আরও শক্তিশালী করেছে এবং এ নিয়ে তিনি ইলেকটোরাল কলেজের মোট ৩০৬টি ভোট পেয়েছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলাইনায় প্রত্যাশিত জয় পেতে যাচ্ছেন বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এ নিয়ে তার ভোটের সংখ্যা হবে ২৩২টি।

জো বাইডেনকে হোয়াইট হাউজে যেতে জর্জিয়া বা অ্যারিজোনায় জিততে হয়নি। উইসকনসিন, মিশিগান এবং পেনসিলভানিয়া নীলের দখলে নিয়ে তিনি নিজের বিজয় আগেই নিশ্চিত করেছেন।

মি. ট্রাম্প, যিনি তার পরাজয় অস্বীকার করে আসছিলেন, তিনি ইঙ্গিত দিয়েছেন যে জানুয়ারিতে সম্ভাব্য নতুন প্রশাসন আসতে পারে।

নির্বাচনের পর করোনাভাইরাস টাস্কফোর্সের একটি ব্রিফিংয়ে প্রথমবারের মতো শুক্রবার আনুষ্ঠানিকভাবে হাজির হন তিনি।

হোয়াইট হাউজের রোজ গার্ডেনে মি. ট্রাম্প বলেন, “ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ার কারণে এই প্রশাসন কোন লকডাউনে যাবে না, আশা করি .. ভবিষ্যতে যা কিছুই ঘটুক – কে জানে কোন প্রশাসন থাকবে। সেটা সময়ই বলবে।”

প্রেসিডেন্ট সাংবাদিকদের থেকে কোন প্রশ্ন নেন নি।

জো বাইডেন
জো বাইডেন জর্জিয়ার আটলান্টায় ২৮শে অক্টোবর নির্বাচনী প্রচারণায় যান, সেখানকার অ্যাম্ফেথিয়েটারের সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

মি. বাইডেনের জয়কে স্বীকৃতি জানানো এবং এক প্রশাসন থেকে অন্য প্রশাসনে যাওয়ার ব্যাপারে প্রস্তুত হতে রিপাবলিকান মি. ট্রাম্পের উপর চাপ প্রতিনিয়ত বাড়ছে।

জর্জিয়া এবং নর্থ ক্যারোলাইনা হল হোয়াইট হাউসের যাওয়ার দৌড়ে সর্বশেষ ফল আসা দুটো রাজ্য।

মি. বাইডেন এই নির্বাচনে মোট যতো ভোট পেয়েছেন, ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনের বিপক্ষে মি. ট্রাম্প সমান ভোট অর্জন করেছিলেন। সে সময় মি. ট্রাম্প এই জয়কে বিপুল ব্যবধানে জয় বলে আখ্যা দিয়েছিলেন।

দুই প্রার্থীর মধ্যে ব্যবধান খুব সামান্য হওয়ার কারণে জর্জিয়ায় ম্যানুয়াল পদ্ধতিতে পুনঃগণনা করা হবে, তবে বাইডেনের দলের ধারণা এতে ফলাফলে কোন পরিবর্তন আসবে না।

প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ এনে মূল রাজ্যগুলোয় আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।

প্রতিদ্বন্দ্বীর জয় নিশ্চিত হওয়ায় শুক্রবার তার দল অ্যারিজোনার একটি মামলা থেকে সরে আসে।