শেষ মুহুর্তে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সোমবার (২৫ জানুয়ারি) আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচার চালান রূপালি পর্দার তারকারা। পুরো নগরীতে গাড়ি বহর নিয়ে নৌকার পক্ষে ভোট চান তারা। রেজাউল করিম চৌধুরী নির্বাচিত হলে চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে বলে জানান তারা।
এদিকে রিটার্নিং কর্মকর্তার কাছে গ্রেপ্তার ৬৯ নেতাকর্মীর তালিকা দিয়ে তাদের মুক্তি চেয়েছেন বিএনপি মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নির্বাচনকালীন সময় গত সাত থেকে আটদিন যে মামলাগুলো করেছেন। এ মামলায় কাউকে যেন গ্রেপ্তার করা না হয়। গতকাল রাতে ২৭ জনকে গ্রেপ্তার করেছে।
পরে সাংবাদিকদের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, গ্রেপ্তারের তালিকা হাতে এসেছে, যাচাই করে নিরপরাধদের ছেড়ে দেয়ার ব্যবস্থা করা হবে।
অন্যদিকে, নির্বাচন সামনে রেখে মক ভোটিংয়ের ব্যবস্থা করে নির্বাচন কমিশন। আগামী বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন।