নিজ নিজ ভেন্যুতে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে দলগুলো।

লা লিগার মৌসুম শেষ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ক্লাবগুলো। লিগ পুনরায় মাঠে গড়াবে বৃহস্পতিবার। এজন্য নিজ নিজ ভেন্যুতে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে দলগুলো।

করোনাভাইরাসের মহামরির কারণে তিনমাস বন্ধ থাকার পর এ সপ্তাহেই মাঠে গড়াচ্ছে লিগ। স্পেনের এক টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে আতলেতিকো মাদ্রিদের প্রেসিডেন্ট বলেন, মৌসুমে লিগের খেলা শেষ করতে না পারলে হত বড় বিপর্যয়। খেলা আবার শুরু হওয়ার সাথে সাথেই শিরোপা পেতে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার লড়াইটাও হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে স্বরণীয় ও আকর্ষণীয়।

টানা তৃতীয় স্প্যানিশ শিরোপার লক্ষ্যে শনিবার থেকে মাঠে নামবে বার্সা। গেল ১০ মার্চ লিগ স্থগিতের সময় রিয়ালের চেয়ে মাত্র ২ পয়েন্টে এগিয়ে ছিল কাতালানরা।