করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। তবে এরইমধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে দেশটি। ইউরোপীয় ইউনিয়নের শেনজেন জোনের অন্তর্ভূক্ত দেশগুলোর জন্য ২১ জুন সীমান্ত খুলছে স্পেন। রবিবার দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘোষণা দিয়েছেন।
রবিবার প্রধানমন্ত্রী সানচেজ জানান, ২১ জুন শেনজেন জোনের অন্তর্ভূক্ত দেশগুলোর জন্য সীমান্ত খুলে দেওয়া হবে। শেনজেন ছাড়া ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোর সীমান্ত খোলা হবে পহেলা জুলাই। এছাড়া ২১ জুন থেকে নাগরিকদের দেশব্যাপী চলাচলে নিষেধাজ্ঞা শিথিল শুরু হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে কঠোর লকডাউন আরোপ করে স্পেন। ১৪ মার্চ ইউরোপীয় দেশগুলোর জন্য নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় দেশটি। এছাড়া নাগরিকদের সারাদেশে যাতায়াত বন্ধে ‘রাষ্ট্রীয় সতর্কতা’ জারি করা হয়। মে মাস থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে।