প্রায় চার মাস পর খুলে দেয়া হয়েছে প্যারিসের বিখ্যাত ল্যুভ মিউজিয়াম।

করোনাভাইরাস আতংকের বন্ধ করা হয়েছিলো মিউজিয়ামটি। তবে পর্যটকদের মানতে হবে সামাজিক দূরত্বের কঠোর নির্দেশাবলী। আর, কোন দর্শক অসুস্থ বোধ করলে বা সংক্রমিত দেশ থেকে এসে থাকলে তাদের সেখানে না যেতে বলা হচ্ছে।

এদিকে, দর্শনার্থীদের জন্য এখনই উন্মুক্ত করা হচ্ছে না অর্ধেকেরও বেশি গ্যালারি। কারণ ওই গ্যালারিগুলোতে সামাজিক দূরত্বের নির্দেশনা পালন সম্ভব নয়। লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্র মোনালিসার সামনে সেলফি তোলাও নিষেধ করা হয়েছে।

প্রায় চার মাসের লকডাউনে প্রায় ৪ কোটি ৫০ লাখ ডলার আয় থেকে বঞ্চিত হয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। প্রতিবছর বিশ্বের সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটে ল্যুভে।