চট্টগ্রামের সাতকানিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। গত শুক্রবারের নতুন আটজনসহ এখন মোট আক্রান্তের সংখ্যা ২৭। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৭ জন স্বাস্থ্যকর্মী ও পুলিশের দুজন সদস্য রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ ওসমানী প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও করোনাবিষয়ক চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়ক আ ম ম মিনহাজুর রহমান প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে সাতকানিয়া উপজেলা করোনার অতিঝুঁকিপূর্ণ (হটস্পট) হিসেবে চিহ্নিত হয়েছে। এই উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া একজন বৃদ্ধের সংস্পর্শে আসা স্বজনদের মাধ্যমেই মূলত করোনার বিস্তার ঘটেছে। ওই বৃদ্ধ চট্টগ্রাম নগরের ফকিরহাটে ব্যবসা করতেন। তা ছাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যবসা করেন। তাঁরা অনেকেই সাধারণ ছুটিতে সাতকানিয়ায় ফিরে এসেছেন। তাঁদের মাধ্যমেও করোনাভাইরাস সংক্রমিত হচ্ছে।
Leave a Reply