নিজস্ব প্রতিবেদকঃ
মুলাদী বন্দরের স্বর্ন ব্যাবসায়ি উওম কর্মকর এর শাশুড়ী, নাম সোনালী কর্মকার (৪৫) করোনা উপসর্গ নিয়ে গতকাল ( মঙ্গলবার ১২ মে) ৬টা ৪৫ মিনিটের দিকে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ মৃত্যু বরন করেন। তার বাড়ি বরগুনা জেলার বেতাগী থানায়। তার কোনো ছেলে না থাকায় দীর্ঘ ২ বছর জামাতার বাসায় অবস্থান করছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায় তিনি দীর্ঘ দিন ধরে জ্বর ও ঠান্ডায় ভুগছিলেন।
সোনালী কর্মকারকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্ত্যব্যরত ডাক্তার তাকে বরিশালে প্রেরন করেন। বরিশাল নেওয়ার প্রস্তুতি কালে তিনি মৃত্যু বরন করেন।
নিহতের নমুনা সংগ্রহ করা হয়েছে।
আজ (বুধবার ১৩মে) সকাল ৯ ঘটিকায় উওম কর্মকার এর বাড়ির শ্বাসানে স্বাস্থ্য বিধি মেনে সৎকার করবেন বলে জানা যায়।
Leave a Reply