নিলাম থেকে মুশফি’কুর রহিমের ব্যাট কিনে নিয়েছে পাকিস্তানি তারকা ক্রিকে’টার শহীদ আফ্রিদির ফাইন্ডেশন। ২০ হাজার ইউএস ডলারে (প্রায় ১৭ লাখ টাকায়) ব্যা’টটি কিনে নেয় তারা। ‘প্রা’প্ত পু’রো অর্থ ব্যয় করা হবে ক’রো’না যু’দ্ধে।
ব্যা’টটি কেনার পর মুশ’ফিকের উ’শে একটি ভিডিও বার্তা দি’য়েছেন আফ্রিদি। শুক্রবার রাতে মুশ’ফিক তার ফেস’বুক পেজে ভি’ডিওটি প্রকাশ করেন।
উর্দূ ভাষা’র ভিডিও বা’র্তায় আফ্রিদি বলেন, আ’সসা’লামু আলা’ইকুম মুশফিক, আপনি দেশের মানুষে’র জন্য যা করছেন তা সত্যিই প্রশংস’নীয়। সত্যি’কারের নায়ক’রাই একাজ করতে পারে। আম’রা সবাই খা’রাপ একটা সময় পা’র করছি। এ সময় আমাদের একে অন্য’কে সাহা’য্য করা জ’রুরী যাতে করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। অতীতে বাংলাদেশে আমি যে প’রিমাণে ভালবা’সা ও সম্মান পেয়েছি তা আমি সারা জীবন মনে রাখবো।
পাকি’স্তানের জনগণ ও শহী’দ আ’ফ্রিদি ফা’উন্ডে’শনের পক্ষ থেকে, আমি আপ’নার ব্যা’টটা কিনে আপ’নার স’ঙ্গী হতে চাই এই পথ চলায়। আপনার জন্য আ’মার প্রার্থনা’ সব সময় থাকবে, আশা করছি আল্লাহ আমাদের সাহায্য করবেন এই মহামারী পরিস্থিতি থেকে উত্তরণে। আপনার সাথে আবারো মাঠে আমা’র দেখা হবে তাড়াতাড়ি। ধন্যবাদ।
এর আগে বাংলাদে’শের অন্যত’ম সেরা ব্যা’টস’ম্যানের ব্যাটটি নিলামে তোলে নিবকো স্পোর্টস ম্যা’নেজ’মেন্টের সহযো’গী প্রতিষ্ঠান স্পোর্টস ফর লাইভ। তারা ই-কমার্সভিত্তিক সাইট পি’কাবো ডটক’মের সঙ্গে চুক্তি করে। যেখানে গত ৯ মে রাতে ব্যা’টটি নিলামে তোলা হয়।
গত বুধবার নিবকো এবং পিকাবো কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাটটির নিলাম প্রক্রিয়া সা’ময়ি’কভাবে বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ৫৩টি বিড হ’য়েছে যেখানে ব্যাটটির মূল্য সর্বোচ্চ ৪১ লাখ পর্যন্ত উঠেছে।
নিবকোর এক ক’র্মকর্তা বলেছি’লেন, এই দাম অস্বাভাবিক। আমরা দেখেছি, কিছু বিডার কৃত্রিমভাবে দাম বাড়িয়ে নিলাম’কে নষ্ট করার চেষ্টা করে’ছে। আমরা প্রতিবারে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত দাম বাড়া’নো যাবে বলে নির্ধারণ করে দিয়ে’ছিলাম। কিন্তু কেউ কেউ এ’কবারেই ৮০ হাজার টাকা পর্যন্ত দাম তুলেছে। আ’মরা আশ’ঙ্কা করছি, এটা প্রকৃত বিডারদের নিরুৎসাহিত করবে।
তবে শেষ পর্যন্ত প্রকৃত আ’গ্রহী পাওয়া গেল। প্রায় ১৭ লাখ টাকা আসছে ব্যাটটি বিক্রি থেকে। যার পু’রোটাই খবর করা হবে ক’রো’নায় ক্ষ’তিগ্রস্ত”দের জন্য।
পিকাবোর প্রধান নির্বাহী মনির তালুক’দার সং’বাদ’মা’ধ্যমকে বলেন, প্রাথমিকভাবে কিছু সমস্যার মু’খোমু’খি হলেও শেষ পর্যন্ত তারা সঠিক বায়ার পেয়ে গেছেন। আর এটি হলো- শহীদ আফ্রি’দি ফাউন্ডেশন।
তিনি বলেন, আমরা শহীদ আফ্রি’দি ফাউন্ডে’শনের পক্ষ থেকে অফিসি’য়াল ইমেইল পেয়েছি। তারা ব্যাটটি ২০ হা”জার মার্কিন ডলার দিয়ে কিন’তে চায়।
২০১৪ সালে পাকি’স্তানের জনপ্রিয় ক্রি’কেটার শহীদ আফ্রিদি ফা’উন্ডে’শনটি প্রতিষ্ঠা করেন। এটি পাকিস্তানসহ বিভিন্ন দেশে জনহিতকর কাজ করছে। ক্রিকেটের স্মর’ণীয় ব্যাটটি সংগ্রহে রা’খার জন্য কিনে রাখছে ফাউ’ন্ডেশনটি।
Leave a Reply