কলকাতা, ১৬ মে- করোনায় আক্রান্ত সারা দুনিয়া। এই সময়ে কমেছে অপরাধ, হানাহানি, খুন-ধর্ষণ। সবাই মিলেমিশে চেষ্টা করে যাচ্ছে মরনঘাতী এই ভাইরাসকে মোকাবিলা করতে।
এমন সময়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন কলকাতার সিনেমার দুই নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা। তাদের লড়াই নিয়ে সরগরম কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি। সে লড়াই একেবারে আদালত পর্যন্ত গড়িয়েছে।
এটা আসলে ‘কেস জন্ডিস’ নামে একটি ওয়েব সিরিজের গল্প। এটি তৈরি হয়েছে অনলাইন প্লাটফর্ম ‘হইচই’-এর হাত ধরে।
করোনাভাইরাস-কে বিষয় করে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন পরমব্রত ও অঙ্কুশ। ‘মিস্টার সেন’ আর ‘মিস্টার দাস’ দুই আইনজীবীর ভূমিকায় দেখা যাবে দুই অভিনেতাকে।
এছাড়াও দেখা যাবে ‘একেনবাবু’ অনির্বাণ চক্রবর্তীকে। এখানে তার ভূমিকা হল বিচারকের।
এই ওয়েবসিরিজটি কমেডির মোড়কেই হাজির হয়েছে। ১৫ মে থেকে ‘হইচই’-এ দেখা যাচ্ছে ‘কেস ডন্ডিস’। শুভঙ্কর চট্টোপাধ্যায় পরিচালিত এ ওয়েবসিরিজে মোট ১০টি এপিসোড রয়েছে।
Leave a Reply