স্টাফ রিপোর্টার ।।
আজ শনিবার কুমিল্লা মহানগরীতে ৬জনসহ করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ জন। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৪ জনে। কুমিল্লা নগরীর ৬ জনের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকের পিতা ও জেলা সদর হাসপাাতালের একজন স্বাস্থ্যকর্মী রয়েছে । নগরীর অন্য চারজন আক্রান্ত হলেন, হাউজিং এস্টেটে ২ জন এবং নেউরায় ২ জন। করোনা সংক্রমন প্রতিরোধ কুমিল্লা জেলা কমিটির সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে লাকসাম উপজেলায় ১ জন, মুরাদনগরে ১ জন, ব্রাহ্মণপাড়ায় ২জন, আদর্শ সদরে ৩ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ৬ জন এবং নাঙ্গলকোটে ৩ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে মনোহরগঞ্জে একজন এবং মারা গেছে দেবিদ্বারে একজন।
Leave a Reply