অনলাইন ডেস্কঃ
সালমার স্বামী ফরাসী বিলিয়নেয়ার ফ্রানকোইস-হেনরি পিনাল্ট। বেশ কিছু বিখ্যাত ফ্যাশন ব্রান্ড রয়েছে তার মালিকানায়। এদিকে সালমাও তার অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে যুক্ত। সেই দিক দিয়ে সালমা ও ফ্রানকোইস অন্যতম সেরা ধনী শোবিজ তারকা দম্পতিও।
তিন বছর প্রেম করার পর ২০০৯ সালে সালমা ও ফ্রানকোইস-হেনরি পিনাল্ট বিয়ে করেন। ভ্যালেন্তিনা নামে তাদের একটি সন্তান রয়েছে
Leave a Reply